তাহিরপুর প্রতিনিধি :: নাশকতার গায়েবী মামলায় উচ্চ আদালতের জামিনে থাকার পরও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি আমির শাহকে গ্রেফতার করেছে পুলিশ।
আমির শাহ উপজেলার বাদাঘাট (উওর) ইউনিয়নের মৃত ছবর আলী শাহর ছেলে এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।
মঙ্গলবার রাত ১০টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের ইলা-নীলা ডিপার্টমেন্টার ষ্টোর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বুধবার দুপুরে নাশকতার একটি মামলায় আসামী দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে।
বুধবার সকালে আমির শাহর স্ত্রী মাকসুদা বেগম জানান, তাহিরপুরে ব্যবসায়ী লাঞ্ছিত করার জের ধরে গত নভেম্বর মাসে গায়েবী নাশকতার মামলায় আমার স্বামীকে আসামী করা হয়। তারপর ওই মামলায় উচ্চ আদালত থেকে গত ১৭ নভেম্বর ৮ সপ্তাহের আগাম জামিন নেন তিনি। পরবর্তীতে ওই মামলায় জেলা ও দায়রা জজ আদালত থেকে প্রথমে এক সপ্তাহ ও পরে ৭ জানুয়ারী ২০১৯ সাল পর্য্যন্ত আগাম জামিন নেন তিনি।
তিনি আরো বলেন, নতুন করে আমার স্বামীর নামে কোন মামলা না থাকলেও থানা পুলিশ বিনা কারনে আমার স্বামীকে নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে নিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, আমির শাহ পুর্বের নাশকতার মামলায় জামিন নিয়ে থাকলেও বিয়য়টি আমার জানা নেই, গত ১২ ডিসেম্বর উপজেলার জনতা বাজারের স্বেচ্ছাসেবকলীগের এক নেতার দায়েরকৃত অপর একটি নাশকতার মামলায় তাকে সন্দেহজনক আসামী হিসাবে পুলিশ আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে ।
মন্তব্য