সুনামগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় মোবাইলকোর্ট এর মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেছে র‌্যাব-৯ ভ্রাম্যমান আদালত। বুধবার এ অভিযান চালানো হয়। আভিযানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার এলাকায় শারমিন বেকারীর মালিক আবু মূসাকে ২০,০০০ টাকা, হৃদয় বেকারী এন্ড কনফেকশনারীর মালিক জীবন রায়কে ১০,০০০ টাকা, মা বেকারীর মালিক মোঃ রইছ উদ্দিনকে ৫,০০০ টাকা, আরব বেকারীর মালিক আবুল হাসানকে ১০,০০০ টাকা এবং ভৈরব বেকারীর মালিক মোঃ নুরু উদ্দিনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, ৫ প্রতিষ্ঠানকে মোট ৬৫,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।