নাশকতার অভিযোগে দোয়ারাবাজারে ২ জামায়াত নেতা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। এরা হলেন- দোয়ারাবাজার দক্ষিণ উপজেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন ও লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুস সাত্তার। দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন তালুকদার বলেন, দেলোয়ার ও আমির নাশকতার পরিকল্পনা করছে বলে তারা গোপনে খবর পান। পরে অভিযান চালিয়ে দেলোয়ারকে উপজেলার দোহালিয়া বাজার থেকে এবং হাফেজকে লক্ষ্মীপুর বাজার থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলেও ওসি জানান।