সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আসছে ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে নৌকার প্রার্থীকে লালকার্ড দেখাতে প্রস্তুত মানুষ। লালকার্ড দেখিয়ে ক্ষমতা থেকেও আওয়ামী লীগকে বিদায় করবে জনগণ। বিনা ভোটে সংসদ সদস্য হয়ে নৌকা মার্কার প্রার্থী ছাতক-দোয়ারাবাজারে জনগণকে উন্নয়ন বঞ্চিত ও যে অবহেলা করেছেন, তার জবাব ব্যালটের মাধ্যমে দেবে জনগণ।
বৃহস্পতিবার ছাতক উপজেলার বিভিন্ন পথসভা ও নির্বাচনী গণসংযোগে বক্তৃতায় মিজানুর রহমান চৌধুরী এ কথা বলেছেন। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সুরমা নদীর উপরে ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। আওয়ামী লীগ সরকার সেই কাজ বন্ধ করে দেয়। এ বিষয়টি জানিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সুরমা নদীর উপর সেতু নির্মানের মাধ্যমে ছাতক-দোয়ারা বাজারের মধ্যে সড়ক যোগাযোগের সেতুবন্ধন স্থাপন করবো।
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমহল্লাবাজার (টেটিয়ার চড়) পথসভায় সভাপতিত্ব করেন সভাপতি চরমহল্লা ইউনিয়ন বিএনপি সামছুদ্দিন ও পরিচালনা করেন যুবদল নেতা আবু লেইছ, ফরিদিচর পয়েন্টের পথসভায় সভাপতিত্ব করেন তফজ্জুল ইসলাম কটু মিয়া ও সভা পরিচালানা করেন চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত। চরচৌরাই পয়েন্ট (আশা কাছর) পথসভায় সভাপতিত্ব হুশিয়ার আলী মেম্বার ও চরমহল্লা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও জেলা সেচ্ছাসেবকদল নেতা এডভোকেট আবদুল আহাদ যৌথভাবে পরিচালনা করেন।
সারা দেশে বিএনপি ও ধানের শীষের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী থেকে শুরু করে নেতাকর্মীদের মামলা, ধরপাকড় করে হয়রানি করার নিন্দা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, আমরা মামলা হামলাকে ভয় করি না। আমরা শুধু সুষ্ঠু নির্বাচন চাই। ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণ উন্নয়ন চায়। ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দেবার জন্য সর্বস্থরের ভোটারের প্রতি আহবান জানান মিজানুর রহমান চৌধুরী।
মন্তব্য