সুনামগঞ্জের সদর থেকে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নন্দিত সিলেট :: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন খাগুড়া গ্রামস্থ আাব্দুল আওয়ালের বসত বাড়ীর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ২কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯। আটককৃতরা হলেন- সুনামগঞ্জ সদর থানার আকিলপুর গ্রামের মৃত কানু পালের ছেলে রানু পাল (২৮), দোয়ারা বাজার থানার পানাইল গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে মোঃ শিয়াউস বাদশা (২১)। গ্রেফতারকৃত আসামীরা আইন শৃঙ্খলা বাহিনীর অন্তড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।