দিরাইয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

দিরাই প্রতিনিধি :: দিরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। জানা যায়, রবিবার সকালে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মিজানুর রহমানকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদিকে কোন মামলার ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী।