ছাতক-দোয়ারায় লুটপাটের হিসাব চাইবে জনগণ: মিজান চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ‘ছাতক-দোয়ারার উন্নয়নের নামে লুটপাট হয়েছে। উন্নয়নের টাকা কার পকেটে ঢুকেছে, ৩০ ডিসেম্বরের পর জনগণ পাই পাই করে হিসাব চাইবে। বিগত দিনে ছাতক ও দোয়রাবাজারের উন্নয়ন কাজের জন্য বড় বড় বাজেট এসেছে, কিন্তু কোনো উন্নয়ন কাজ না করে বর্তমান এমপি নিজে ও তার ছত্রচ্ছায়ায় থাকা নেতাকর্মীদের উন্নয়ন করেছেন। এই উন্নয়নের নামে লুটপাটের হিসাব অবশ্যই দিতে হবে।’ রবিবার নির্বাচনী এলাকার বিভিন্ন মতবিনিময় সভা ও পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার চলছে জানিয়ে মিজানুর রহমান চৌধুরী ধরপাকড়ের নিন্দা জানান। তিনি বলেন, ‘অনতিবিলম্বে এসব বন্ধ করুন। না হলে ৩০ ডিসেম্বর জনগণের কাছে এসবের জবাবদিহিতা করতে হবে।’ ছাতক উপজেলার নোয়ারাই উপনিয়নের দক্ষিণ কুপিয়া, উত্তর কুপিয়া, খুরমা, রাজারগাও, শাহ আরফিন নগর, চরবাড়া মাদ্রাসা প্রাঙ্গন, বন্দেরগাও পাঠিভাগ বাতিরকান্দি, লক্ষিভাউর, চানপুর, নোয়ারাই বাজার এলাকায় মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মহি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, উপজেলা বিএনপি নেতা সালেহ আহমদ, ছালিক মিয়া, জামাত নেতা আনজব আলী প্রমুখ। দক্ষিণ কুপিয়ার সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ পরিচালনা করেন হেলাল উদ্দিন, উত্তর কুপিয়ায় সভাপতিত্ব করেন মাও. আব্দুল কাদির পরিচালনা করেন আব্দুল বারি, খুরমায় সভাপতিত্ব করেন মাও. সি্দ্িদকুর রহমান, রাজারগাও সভায় সভাপতিত্ব করেন জোয়াদ আলী তালুকদার চেয়ারম্যান পরিচালনা করেন যুবদল নেতা সিদ্দিকুর রহমান, শাহ আরফিন নগরে সভাপতিত্ব করেন মনোহর আলী মেম্বার পরিচালনা করেন যুবদল নেতা মামুন আহমদ, চরবধাড়া মাদ্রাসা প্রাঙ্গনে সভাপতিত্ব করেন রমজান আলী পরিচালনা করেন সেচ্ছাসেবকদল নেতা মো. লোকমান, পাঠিভাগ বাতিরকান্দি সভায় সভাপতিত্ব করেন ইন্তাজ আলী মেম্বার পরিচালনা করেন যুবদল নেতা দেলোয়ার হোসেন, লক্ষিবাউরে সভাপতিত্ব করেন আলমাছ আলী পরিচালনা করেন যুবদল নেতা কামাল উদ্দিন ও সেচ্ছাসেবকদল নেতা মামুন আহমদ, চানপুর বাজারে সভাপতিত্ব করেন নুর মোহাম্মদ পরিচালনা করেন যুবদল নেতা ফরিদ আহমদ ও হোসাইন আহমদ।