সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের জামালগঞ্জে নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবার ভোরে মামলাটি দায়ের করা হয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান- “আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জামালগঞ্জ থানায় ৮৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শুক্কুর আলী। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় জুলফিকার রানা নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।”
উল্লেখ্য, সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নরে উজান লালপুর গ্রামের সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নির্বাচনি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় কার্যালয় ও কার্যালয়ে থাকা কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।
মন্তব্য