ছাতকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বিএনপির দুই নেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আবু হুরায়রা ছুরত নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের মন্ডলীভোগ এলাকার তার ব্যবসায়ী কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু হুরায়রা ছুরত শহরের মন্ডলীভোগ এলাকার মৃত ইউনূস আলীর পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা রুজু করা হয়েছে। থানার ওসি আতিকুর রহমান গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, তার ব্যবসায়ীক কার্যালয়ে ভোটারদের ডেকে নিয়ে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত ও গোপণ বৈঠকের মাধ্যমে নাশকতা ঘটানোর আশংকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বুধবার দুপুরে একই অভিযোগে যুবদল নেতা সামছু মিয়াকে গ্রেফতার করা হয়। শহরের ট্রাফিক পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। সে তাতিকোনা গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র।