সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনভুক্ত দোয়ারাবাজার উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পক্ষে মাঠে থাকা এই নেতাকে।
কী কারণে বিএনপির তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে গণমাধ্যমকে কোন বক্তব্য দেয়নি দোয়ারাবাজার থানাপুলিশ। এ ব্যাপারে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, বৃহস্পতিবার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে মিজান চৌধুরীর বড় ভাই ব্যবসায়ী কতুবুর রহমান চৌধুরীসহ ১৯ জন এজেন্টকে গ্রেফতার করে পুলিশ।
পরে এক সংবাদ সম্মেলনে মিজান চৌধুরী দাবি করেন, দুই উপজেলা থেকে অর্ধশাতাধিক নেতাকর্মীকে কোন কারণ ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের প্রত্যাহার দাবি করেন তিনি।
তাকেও গ্রেফতার করা হলেও ভোটের মাঠ না ছাড়তে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান মিজান।
মন্তব্য