সুনামগঞ্জ প্রতিনিধি :সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তারা।
সরেজমিনে সুনামগঞ্জ শহরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী কেন্দ্র দখলের অভিযোগ করেছেন।
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক আসপিয়া। সকাল সাড়ে ৯টার দিকে হাছন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মহাজোট (জাতীয় পার্টির) প্রার্থী পীর ফজলুর রহমান মিছবাহ।
এ ছাড়াও সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী এম এ মান্নান ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি।
সুনামগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী ভোট দিয়েছেন ভাতগাঁও ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। সুনামগঞ্জের সকল আসনের প্রার্থীরা ইতোমধ্যেই ভোট প্রদান করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আশা করছি ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী পীর ফজলুর রহমান মিছবাহ বলেন, ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। লাঙ্গলের পক্ষে জোয়ার ওঠেছে। আশা করছি আমরা বিজয়ী হব।
এদিকে বিএনপির প্রার্থী ফজলুল হক আসপিয়া বলেন, আমাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। বিশ্বম্ভরপুরে ইতোমধ্যেই একটি কেন্দ্র দখল করা হয়েছে। সুষ্ঠু ভোট নিয়ে আমরা শঙ্কায় আছি।
সুনামগঞ্জে ৫টি আসনে মোট ৬৬৮ টি কেন্দ্র একযোগে ভোটগ্রহণ চলছে।
মন্তব্য