ছাতক প্রতিনিধি :: ছাতকের কালারুকা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, মোগলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা ভোটারদের ভোট দেওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।
এতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আহত হন।
তারা হলেন জামাল মিয়া, কাবিল মিয়া, রস্তুম আলী ও আলা উদ্দিন। তাদের সবাইকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ভোটগ্রহন স্থগিত ছিলো। পরে ছাতক থানার এসআই বজলু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয় এবং দুপুর ২টার দিকে আবারও ভোটগ্রহন শুরু হয়েছে।
মন্তব্য