সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশ থেকে ফয়সল নামের ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৭ জানুয়ারি) সকালের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ফয়সল দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুয়েত প্রবাসী মো. শফিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালের দিকে বাংলাবাজার ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস বলেন, ‘শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখন কিছু বলতে পারব না। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
মন্তব্য