ছাতকে নির্বাচনের জেরে ছাত্রলীগ নেতার বসত ঘরে অগ্নিসংযোগ

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সংসদ নির্বাচনের জের ধরে এক ছাত্রলীগ নেতার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে ভাতগাঁও ইউনিয়নের পাগনার পাড় গ্রামে এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রতিবেশীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রন আনেন। স্থানীয়রা জানান, পাগনারপাড় গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল মিয়ার সাথে গত একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে স্থানীয় বিএনপি ও কয়েকজন ছাত্রদল নেতার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে তার বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়া ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে জাউয়া তদন্ত কেন্দ্রের এসআই নুর মুহাম্মাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।