সুনামগঞ্জ প্রতিনিধি ::পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে। সুনামগঞ্জে রেল লাইন আসবে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে।
পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শুক্রবার প্রথম এমএ মান্নান দক্ষিণ সুনামগঞ্জ আসেন। ওইদিন বিকেলে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় তাঁর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।
এ সময় দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমএ মান্নান আরো বলেন, হাওরের ফসল রক্ষায় স্থায়ী সমাধান খোঁজা হবে। এমনিতে প্রথাগত পন্থায় বাঁধের কাজ হবে, কিন্তু আমরা চাই স্থায়ী সমাধান, কৃষকের মুখে সব সময় হাসি।
আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওর বান্ধব। কৃষকের মুখে হাসি ধরে রাখতে শেখ হাসিনার সরকার অতীতের মতো সব সময় হাওরের মানুষের পাশে থাকবে।
মন্তব্য