ছাতক থেকে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নন্দিত সিলেট :: সুনামগঞ্জের ছাতক থেকে ৪১০ বোতল বিদেশী মদসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সুনামগঞ্জের ছাতক উপজেলার রামপুর গ্রামের কালা য়িার ছেলে মো. সিরাজ উদ্দিন (৩৭)। সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পারকুল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল লেইছ ওরফে মোল্লা (৩৩)। শনিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। শুক্রবার দিবাগত রাতে অভিযানে ছাতক থানার কালারুকা ইউনিয়নের মালিপুর মো. আপ্তাব আলী বাড়ীর সামনে থেকে ৪১০ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।