দক্ষিণ সুনামগঞ্জে মোটরসাইকেলসহ ২ চোর আটক

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। চোরাই মোটরসাইকেল উদ্ধারের জন্য শুক্রবার (১৮ জানুয়ারী) সকাল থেকে ২০(জানুয়ারী) ভোর পর্যন্ত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল বাজার ও জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি সুজুকি মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলো- জেলার দিরাই থানা এলাকার জগদল গ্রামের মো. চান মিয়ার ছেলে মোজাহিদ মিয়া(২২) ও জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের তাহির মিয়ার ছেলে সাইদুল ইসলাম(২৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই আলা উদ্দিন জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। সম্প্রতি দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার পিঠাপই গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে সাজিদুর রহমান মধু মিয়ার বসত বাড়ী হইতে গত (১৩ জানুয়ারী) একটি সুজুকী মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে থানায় সাধারণ ডায়রী করলে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নিদের্শনায় দ্রুততার সহিত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে চালান দেয়া হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।