ছাতকে বিদেশী মদ ও ভারতীয় মুদ্রাসহ আটক ১

নন্দিত সিলেট: সুনামগঞ্জ থেকে ৫৭ বোতল বিদেশী মদ ও বিদেশী মুদ্রাসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রবিবার ( ২০ জানুয়ারি ) রাত ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে র‌্যাব-৯ এর একটি দল। গ্রেফতারকৃত আসামী হলেন সুনামগঞ্জ বালিকান্দি গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ সওদাগর (২৮) উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতাকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া ) অফিসার মোঃ মনিরুজ্জামান।