সুনামগঞ্জে ভেজাল বিরোধী অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নন্দিত সিলেট :: সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ভেজাল বিরোধী অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ১৩,৫০০টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমানা আদালত। র‍্যাব সুত্রে জানা যায়, সোমবার দুপুরে র‍্যাবের এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর হোসেন এর সমন্বয়ে সুনামগঞ্জ দোয়ারাবাজার থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন মঙ্গলপুর বাজার এলাকার পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় এবং প্রতিষ্ঠান অপরিষ্কার থাকার কারণে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করে র‍্যাব-৯। অভিযানের সময়, আলী নূর বেকারীকে ৫,০০০ টাকা, তামান্না রেষ্টুরেন্টকে ১,০০০ টাকা, বার ভাই রেষ্টুরেন্টকে ১,০০০ টাকা, ফারুক স্টোরকে ১,০০০ টাকা , বিদুর স্টোরকে ১,৫০০ টাকা, বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১,০০০ টাকা ও রোজিনা ফার্মেসীকে ৩,০০০ টাকা, সর্বমোট ১৩,৫০০ টাকা জরিমানা করা হয়। র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।