দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যাক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম মুহিত মিয়া। সে দিরাই পৌরশহরের চন্ডিপুর গ্রামের মৃত তারিফ উল্লার পুত্র।
প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার মুহিত মিয়ার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়- তুচ্ছ বিষয় নিয়ে একই গ্রামের আব্দুস শহীদের পুত্র শাহাবউদ্দিনের লোকেদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে গুরুতর আহত হয় মুহিত মিয়া। তখন তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়। সপ্তাহখানেক ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সংঘর্ষের ঘটনা কেউই থানায় জানায়নি। মৃত্যুর খবর পাওয়ার পর সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য