সুনামগঞ্জে ৪ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ সদর থানা হবতপুর এলাকায় র‌্যাবের মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় সুনামগঞ্জ সদর থানার হবতপুর গ্রামের মৃত এরশাদ আলীর পুত্র আব্দুল শাহীদ (৬০) (৩ মাস), আমীর উশুীন’র ছেলে বিল্লাল হোসেন (৪০) (৫ দিন), সোনাফর আলীর ছেলে নুরুজ্জামান (৩০) (৫ দিন), শ্রীপুর গ্রামের মৃত আলাউদ্দিন’র ছেলে সুজাউর রহমান (৩৫) (৫ দিন) কারাদন্ড দেওয়া হয়। মঙ্গলবার (২২ জানুয়ারি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এএসপি মোঃ আব্দুল খালেক’র নেতৃত্বে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করে কারাদন্ড প্রাপ্ত মাদক সেবীদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।