সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওরের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের ব্যাপারে প্রধানমন্ত্রী খুব আন্তরিক বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শুধু তাই নয়, হাওরে ধান লাগানো হয়েছে কিনা, সারের কোনও অভাব আছে কিনা প্রত্যেকটি ব্যাপারে নিজে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে সুনামগঞ্জ যুবলীগ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান হাওর পাড়ের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতার কথা তুলে ধরেন।
এসময় তিনি বলেন- ‘প্রধানমন্ত্রী আমাকে সবসময় বলেন যে, হাওরের কোন প্রকল্প আছে কিনা। থাকলে বলেন। আমি তখন তাকে বলেছিলাম আমাদের একটি মেডিকেল কলেজ প্রয়োজন। অনেকেই এই প্রকল্পের বিরোধীতা করলেও তিনি তা অল্প সময়ের মধ্যে প্রকল্পটি পাশ করে দেন।’
মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। তিনি সেটি আমাদেরকে করে দিবেন। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের উন্নতি চান। সব সময় দেশের মানুষের কল্যাণ চান। হাওরের মানুষের কষ্ট তিনি বুঝেন।’
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের পাশাপাশি সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাকেও যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল হুদা চপলের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ।
মন্তব্য