সুনামগঞ্জ-হবিগঞ্জের ১৮ উপজেলায় নির্বাচন ১০ মার্চ

নন্দিত সিলেট :: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপজেলাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিলেট ও মৌলভীবাজার জেলার তফসিল ঘোষণা হয়নি। রবিবার বিকেল রাজধানীন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন। তফসিল ঘোষণার সময় তিনি বলেন, প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ মার্চ। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারি। বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি, আর প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রæয়ারি। তিনি আরও জানান, প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহন করা হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ আর পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য তারিখ রমজানের পর, ১৮ জুন।