তাহিরপুরে গাঁজাসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের তাহিপুরে ভারতীয় গাঁজার চালানসহ বকুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে আটক মাদক ব্যবসায়ীকে তাহিরপুর থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বকুল উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে। ডিবির ওসি কাজি মুক্তাদীর হোসেন চৌধুরী জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একতাবাজার পার্শ্ববর্তী পুরানঘাট গ্রাম থেকে ব্যাগভর্তি ভারতীয় গাঁজাসহ বকুলকে আটক করা হয়।