সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৫টার দিকে আফিয়া বেগম (৪২) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এর আগে বিকাল ৪টার দিকে তার ছেলে সবুজ (২৪) বসতঘরের খাটের ওপর মায়ের গলাকাটা লাশ রয়েছে বলে প্রতিবেশীদের জানায়। পারিবারিক কলহের জেলে ছেলে কর্তৃক এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে এমন সন্দেহ ছেলেকে আটকে রেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।
পুলিশ এসে আফিয়া বেগমের লাশ উদ্ধার করে। এ সময় তার ছেলে সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মান্নারগাঁও ইউনিয়নের ৪ নম্বরও ওয়ার্ড সদস্য মিনার উদ্দিন জানান, সৌদি আরব-ফেরৎ আফিয়া ছেলে সবুজকে নিয়ে গ্রামের বাইরে নতুন একটি বাড়ি তৈরি করে বসবাস করতেন। গলাকাটা অবস্থায় আফিয়ার লাশ ঘরে থাকা অবস্থায় দরজা বাহির থেকে তালাবদ্ধ ছিল। পুলিশ ছেলে সবুজের কাছ থেকে চাবি নিয়ে দরখা খোলে লাশ উদ্ধার করে।
দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস জানান, খবর পেয়ে পুলিশ বসতঘর থেকে লাশ উদ্ধার কর সুরতহাল রিপোর্ট করার পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য নিহত আফিয়া বেগমের ছেলে সবুজকে আটক করা হয়েছে।
মন্তব্য