দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত, পলাতক ও মাদক মামলায় ১৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ ফেব্রুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় এসআই আলা উদ্দিন, এসআই জগৎজ্যোতি চৌধুরী, এসআই রফিকুল ইসলাম, এসআই রাজিব রহমান, এসআই মাহবুবুর রহমান, এসআই নুরুল ইসলাম, এসআই জিয়াউর রহমান, এএসআই জিয়াউর রহমান, এএসআই জাকির হোসেনদের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে সাজাপ্রাপ্ত, পলাতক ও মাদক মামলায় আসামীদের গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামীরা হলো- আনদাবাজ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আসুক আলী, গাজীনগর গ্রামের মৃত ছালিম উল্লাহের ছেলে আঙ্গুর মিয়া।
নিয়মিত মামলায় গ্রেফতার আসামীরা হলো- নোয়াগাঁও গ্রামের আবুল বশরের স্ত্রী সুরমা বেগম, একই গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী হেরেরুন নেছা, আব্দুল আউয়ালের ছেলে আল আমিন আহমদ, মৃত মছদ্দর আলীর ছেলে আব্দুল আওয়াল, আবুল বশর, মৃত গরিব উল্লাহের ছেলে হাজী আছদ্দর আলী, আহমদাবাজ গ্রামের মৃত বারিন্দ্র কুমার দাসের ছেলে লিটন কুমার দাস, জয়কলস গ্রামের মৃত কালাই মিয়ার ছেলে জবর আলী, বীরগাঁও গ্রামের আব্দুছ ছোবহানের ছেলে তৈয়বুল হক।
মাদক মামলায় গ্রেফতার আসামীরা হলো- জামলাবাজ গ্রামের আব্দুস শহীদের ছেলে হারুন মিয়া, একই গ্রামের রূপচান রবি দাসের ছেলে বাবুল রবি দাস, নোয়াখালী গ্রামের মৃত আরব আলীর ছেলে আব্দুল হান্নান।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের চালান দেয়া হয়েছে।
মন্তব্য