সুনামগঞ্জে ১৩ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে সড়ে দাঁড়ালেন সুনামগঞ্জের ৬ উপজেলার ১৩ প্রার্থী। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা রির্টানিং অফিসার বরাবরে লিখিত আবেদন করে মনোনয়ন প্রত্যাহার করেন তারা। জানা যায়- ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৪১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮১ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়েছিলেন তিন পদের ৪০ প্রার্থী। আপিলে প্রার্থিতা ফিরে পান কিছু প্রার্থী। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়র প্রত্যাহারের শেষ দিনে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ইমন। জামালগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন এস এম মুরশেদ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন ৪ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বুরহান উদ্দিন দোলন, রেজাউল আলম নিক্কু, রুকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি আনছার উদ্দিন। তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন স্বতন্ত্রপ্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী। দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোননয়ন প্রত্যাহার করেছেন ২ জন। তারা হচ্ছেন আবুল হোসেন মাহমুদ রাজা চৌধুরী ও শাহজাহান। ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন আওলাদ আলী রেজা, ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন রাবেয়া বেগম।