নন্দিত সিলেট :: সুনামগঞ্জের জয়নগর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর হোসেনের সমন্বয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
উক্ত অভিযানে পণ্যের মান নিু মানের, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও প্রতিষ্ঠানের পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।
সেগুলো হলো-পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৪ হাজার, ইয়াছিন সুইটমিটকে ১ হাজার, সোহাগ সুইটমিটকে ৩ হাজার, জনপ্রিয় ফার্মেসীকে ১ হাজার ও মা-মনি আইসক্রিম বেকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
মন্তব্য