নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের ভীড়

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটাররাও ভোট দিতে কেন্দ্র আসছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকেই শুরু হয় নবগঠিত এ উপজেলা পরিষদের ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত। শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান হতে লড়াই করছেন আওয়ামী লীগের আব্দুর রশিদ তালুকদার ইকবাল (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) আলী আহমেদ খান (ঘোড়া) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বিএনপি) গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ সফিক মিয়া খন্দকার (তালা), সৈয়দ তানভীর আহমেদ জুয়েল(চশমা), বদরুল আলম দিপন (টিউবওয়েল), আব্দুল মতিন মাষ্টার (বই) ও গাজিউর রহমান ইমরান (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেরা সুলতানা হ্যাপী (কলস), মমতাজ বেগম ডলি (প্রজাপতি), মুক্তা আক্তার (পদ্মফুল) পারভিন আক্তার (হাঁস) ও রুবিনা আক্তার (ফুটবল) প্রতীকে নির্বাচন করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনটি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে নবগঠিত এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৬৬৬ জন। এরমধ্যে পুরুষ ২২ হাজার ৬২১ এবং নারী ভোটার ২৩ হাজার ৪৫ জন। ভোটকেন্দ্র ১৮টি। ভোট কক্ষ ১১৪টি। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার জানান- নির্বাচনকে সুষ্ঠু করতে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় নিয়োজিত থাকবেন। ভোট কেন্দ্রে কোনো অনিয়ম, দূর্নীতি ধরা পড়লে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলা-জরিমানা করতে পারবেন তারা। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি ও র‌্যাব সদস্যরা রয়েছেন এবং একাধিক ভ্রাম্যমাণ আদালতও রয়েছেন।