জগন্নাথপুরের ডেঙ্গু রোগীকে সিলেটে প্রেরণ

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা একজন ডেঙ্গু রোগীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) জগন্নাথপুরে ডেঙ্গু রোগীর খবরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, জগন্নাথপুর হাসপাতাল ও হাসপাতালের আঙ্গিনা পরিস্কার-পরিছন্ন করা হয়েছে। হাসাপতালে ভর্তি হওয়া রোগীদের দেয়া হয়েছে মশারি।তবে গত প্রায় ২ সপ্তাহ ধরে সারা দেশে ডেঙ্গুর মহামারি হলেও জগন্নাথপুরে কোন ডেঙ্গু রোগী ছিলনা। অবশেষে রবিবার বেলাল মিয়া (১৮) নামের একজন ডেঙ্গু রোগী জগন্নাথপুর হাসপাতালে আসলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি জগন্নাথপুর উপজেলার পার্শ্ববর্তী ছাতক থানার হায়দরপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে। এ ব্যাপারে হাসাপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. মির্জা মোহাম্মদ আলী খান রুবেল বলেন, আমরা ডেঙ্গু রোগী বেলাল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছি। তিনি বলেন, ডেঙ্গুর বিষয়ে সবাইকে আরো সচেতন হতে হবে। তিনি আরো বলেন, ডেঙ্গু রোগ চিহ্নিত করার যন্ত্রপাতি ও ঔষধ আমাদের কাছে নেই। তবে তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে অনেক মানুষ জগন্নাথপুর আসলে এবং তাদের জ¦র থাকলে অবশ্যই তাদেরকে ডাক্তারের শরনাপন্ন হতে হবে। তা না হলে ঈদের পর জগন্নাথপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধুসুধন ধর বলেন, এ ব্যাপারে আমরা প্রস্তুত রয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের (৪ আগষ্ট) মধ্যেই ডেঙ্গু রোগ চিহ্নিতকরণ যন্ত্রপাতি ও ঔষধ চলে আসবে। এ বিষয়ে কাউকে আতঙ্কিত না হতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।