তাহিরপুরে নৌকাসহ ৭ লাখ টাকার মালামাল আটক

 তাহিরপুর প্রতিনিধি:আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে সীমান্তের সংঘবদ্ধ চোরাচালান চক্র। সীমান্তের ওপার থেকে পাচারকালে ভারতীয় চুনাপাথর, কয়লা, গাঁজা ও স্টিলবডি নৌকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ আগস্ট) বালিয়াঘাটা সীমান্ত পিলার ১১৯৬/৮-এস এর নিকট হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীপুর (উঃ) ইউনিয়নের বালিয়াঘাটা নদী হতে ২৪০ ঘনফুট ভারতীয় চুনাপাথরসহ ১টি স্টিলের ইঞ্জিন চালিত নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৭৬ হাজার ৪শ টাকা। একই দিনে লাউরেরগড় বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৬ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদাঘাট (উঃ) ইউনিয়নের মোকছেদপুর নামক স্থান হতে দুই কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার মূল্য ৭ হাজার টাকা একই সাথে সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী হতে ১ হাজার ৮শ কেজি ভারতীয় কয়লাসহ ৪টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৪শ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়লের (২৮ বিজিবি) পরিচালক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লাসহ স্টিলের ইঞ্জিন চালিত ও বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।