সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার অভাবে এক রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের। সোমবার দুপুরে সদর হাসপাতালের ৫ম তলায় এ ঘটনা ঘটে। জানা য়ায়, দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামের সফর আলী(৫৫) বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের ভর্তির পর মেডিসিন বিভাগের ডাক্তার বিষ্ণু প্রদাস চন্দ পরীক্ষা করেন এবং কিছুক্ষণ পরই রোগী মারা যায়। নিহতের ছেলে-মেয়ে অভিযোগ করে জানান, তার বাবাকে হাসপাতালে ভর্তির সময়ই একজন ডাক্তার পরীক্ষা করে ভর্তি করেন কিন্তু পরবর্তীতে আর দেখতে আসেননি। বার বার কর্তব্যরত ডাক্তার ও নার্সদের বাবার অবস্থা গুরুতর হওয়ার খবর দেয়ার পরও ডাক্তার কিংবা নার্স দেখতে আসেন না। ফলে রোগী মারা যায়। এ ব্যাপারে ডা.বিষ্ণু প্রসাদ চন্দ জানান, দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রাম থেকে সফর আলী নামের এক রোগী হার্ট এট্যাক নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং রোগীর অবস্থা গুরুতর বিধায় সিলেট ওসমানীতে পাঠানো সম্ভব হয়নি। এ ছাড়াও সুনামগঞ্জ সদর হাসপাতালে হার্টের ডাক্তার না থাকায় রোগী টিকানো কঠিন হয়ে পড়ছে। এক্ষেত্রে চিকিৎসকের অবহেলার অভিযোগ সত্য নয়।