জগন্নাথপুরে ভেজালবিরোধী অভিযান, ৯৬ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যাবের ভেজালবিরোধী অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ জেলার সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, র‌্যাব-৯ সুনামগঞ্জ এর লে. ফয়সল আহমদ ও র‌্যাবের ডিএডি নাসিম রেজার নেতৃত্বে একটি দল জগন্নাথপুর সদর বাজারে ভেজালবিরোধী অভিযান চালায়। অভিযানকালে কারখানায় মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যে মাছি, তেলাপোকা, টিকটিকিসহ মৃত পোকামাকড় পাওয়ায় বাজারের রিচমুন কনফেকশনারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত মিষ্টিগুলো নষ্ট করে দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় আরো ২টি ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ জেলা সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, এ ধরণের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি ভেজাল প্রতিরোধে জনগণকে আরো সচেতন হওয়ার আহবান জানান।