দক্ষিণ সুরমা থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ১

নন্দিত সিলেট  :সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯। এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন হযরত শাহ আরকুম আলী (রঃ) চত্ত¡র এলাকার তেলিবাজার সুনামগঞ্জ বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মো. কাঁলা মিয়া (৪৩)। সে সিলেট জালালাবাদ থানার সতের দক্ষিণ পাড়া রাজারগাঁও গ্রামের মৃত মো. সাহেদ আলী ছেলে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল সাড়ে ৯ টায় র‌্যাব-৯ এর সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আফজাল হোসেন এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন হযরত শাহ আরকুম আলী (রঃ) চত্ত¡র এলাকার তেলিবাজার সুনামগঞ্জ বাইপাস থেকে ১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে করা হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।