নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর চালিবন্দর থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করার দাবি করেছে পুলিশ। রোববার দুপুর সোয়া ২টার দিকে শ্রী মতিন্দ্র শব্দ করের বাড়ি থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলো, মাছিমপুর ব্রীজ সংলগ্ন চায়ের টং দোকানের মালিক শাহপরান থানার পরগনা মোকামের গুলের মুত সিদ্দিক ঢালির ছেলে হাবিবুর রহমান (৪৫) এবং নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মাছিমপুর ২/১৫ এর মো.সুনু মিয়ার ছেলে ফয়সল আহমেদ লিটন (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা এবং মাদ সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করে।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই জানু মিয়া তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি এজহার দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য