নন্দিত সিলেট: সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আছকর আলী (৫৮) নামের এক মাদক (গাঁজা) ব্যবসায়ী খুন হয়েছে। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত মনাফ উল্লাহ’র পুত্র । তিনি শনিবার (২১এপ্রিল) দিবাগত গভীর রাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।
জানাযায়, বাড়ির রাস্তা নিয়ে সৎমানপুর গ্রামের আছমত আলী গংদের সাথে বিরোধ চলে আসেছিল নিহত আছকর আলীর। এরই জের ধরে গত ১৫এপ্রিল দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজনদের হামলায় আহত হন আছকর আলী। ওই দিন গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। প্রায় ৬দিন চিকিৎসাধিন থাকার পর শনিবার রাতে হাপাতালে তার মৃত্যু হয়। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যপারে থানার ওসি তদন্ত দুলাল আখন্দ বলেন এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জানান, নিহত আছকর আলী একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। ইতিপূর্বে তাকে গ্রেফতারও করা হয়েছিলো।
মন্তব্য