কানাইঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ১৮ মাসের শিশু রাফি বাড়ীর সকলের অজান্তে বাড়ীর পাশের একটি খালে ঢুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজন সূত্রে জানা যায়, শিশু রাফি তার চাচী (পালক মাতা) ফাতেহা বেগমের সাথে বেড়াতে এসে সদর ইউপির বীরদল আগফৌদ গ্রামের সম্পর্কে নানা মৃত ফয়জুর রহমানের পুত্র আব্দুল্লাহ মিয়ার বাড়ীতে। সেখানে বুধবার বিকেল ৩টায় সকলের অগোচরে বাড়ীর পাশে খালে ডুবে যায়। খোঁজাখুজির একপর্যায়ে বিকেল অনুমান সাড়ে ৩টার দিকে বাড়ীর পাশের খালে শিশু রাফিকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাফি ঝিঙ্গাবাড়ী ইউপির ছত্রপুর গ্রামের আবুল কালামের পুত্র। উল্লেখ্য রাফির জন্মের পর তার গর্ভধারিনী মা নাছিমা বেগম মারা যান। এরপর থেকে চাচী ফাতেহা বেগম ও চাচা প্রবাসী রইছ উদ্দিন রাফির দত্তক পিতা-মাতার দায়িত্ব নেন বলে তার পিতা আবুল কালাম জানিয়েছেন। শিশু রাফির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।