সিলেট সীমান্তে ভারতীয় বিড়ির চালান জব্দ

নন্দিত সিলেট :সিলেট সীমান্তে ভারতীয় বিড়ির চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ি বিজিবি ভাড়ার হাওর এলাকা থেকে ভারতীয় নাছির বিড়ি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ৪৭ হাজার পিস ভারতীয় নাছির বিড়ির জব্দ করা হয়। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া বিড়ির মূল্য প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা হবে বলেন তিনি।