সিসিক নির্বাচন : ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

নন্দিত সিলেট :সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দুই দিনে মোট ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১০ জন হলেন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। নির্বাচনী বিধি মোতাবেক আয়কর সংক্রান্ত জটিলতার কারণে সোমবার (০২ জুলাই) নির্বাচন কমিশন ৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। সোমবার মনোনয়নপত্র বাতিল হওয়া ৭ জনের মধ্যে ৫ জন হলেন- ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশিক আহমেদ, সংরক্ষিত আসনে ৭নং ওয়ার্ডের প্রার্থী শিবানী দেব রায়, ক্ষমা রাণী দে, ৮নং ওয়ার্ডের প্রার্থী শারমীন আক্তার ও ৯নং ওয়ার্ডের আছমা বেগম। বাকি দুই জনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার আরো ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিব কুমার দে, ঋণ খেলাপি হওয়ায় ৫নং ওয়ার্ডের কাজী নাজমুল আহমদ, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় কাউন্সিলর প্রার্থী নিলুফা সুলতানা চৌধুরী ও একই সমস্যায় ৭নং ওয়ার্ডের মুহিবুর রহমান সাবু, তথ্য গোপন করায় ১১নং ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ঋণ খেলাপি হওয়ায় ১৫নং ওয়ার্ডে শেখ মফিজুর রহমান এবং আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় ১৬নং ওয়ার্ডের রায়হান হোসেন কামালের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ঋণ খেলাপি হওয়া সংরক্ষিত ৩নং ওয়ার্ডের শ্যামলী সরকার, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় আলিমুন এবং একই সমস্যার কারণে ৬নং ওয়ার্ডের রেহানা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে সোমবার দুপুরে ৯ মেয়র প্রার্থীর মধ্যে ৩ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া ৩০০ ভোটারের নাম ঠিকানা এবং ভোটার নাম্বার মিল না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।