জৈন্তাপুরে ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত(মোবাইল কোর্ট)। সোমবার(২জুলাই)দুপুরে জৈন্তাপুর উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসিতে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরীন করিম। এ সময় মেয়াদ উর্ত্তীণ ঔষধ, আমদানী নিষিদ্ধ ঔষধ মজুদ ও বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ৪টি ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের খবর পেয়ে অনেক ঔষধ ব্যবসায়ি দোকানে তালা দিয়ে সটকে পড়ে। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন-ঔষধ প্রশাসন সিলেট এর তত্বাবধায়ক মোঃ শফিকুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শংঙ্কর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম বলেন, জনগনের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।