নগরীতে অবৈধ পলিথিন, ২ প্রতিষ্ঠানকে র‍্যাবের জরিমানা

নন্দিত সিলেট:সিলেট নগরীর এসএমপির মহাজনপট্টি এলাকা থেকে প্রায় ৪.৩ মেট্রিক টন অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পলিথিন সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ২ টার দিকে র‍্যাব-৯ এর এএসপি ওবাইন এর নেতৃত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলতাফ হোসেনের সমন্বয়ে অভিযানে নামে র‍্যাব। অভিযানে মহাজন পট্টি এলাকা থেকে প্রায় ৪.৩ মেট্রিক টন অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধারের পাশাপাশি মেসার্স আলমগীর স্টোরকে ১ লক্ষ টাকা ও জয় ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।