নিয়ন্ত্রণে মহাজনপট্টির আগুন ,বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নন্দিত সিলেট :: সিলেটের অন্যতম বাণিজ্যিক এলাকা মহাজনপট্টিতে পাঁচতলা একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আলখাজা মার্কেট নামক এই ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। তবে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এ অভিযানে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। অভিযানের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শিমুল মো. রাফি বলেন- তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ মার্কেটের গোডাউনে রং, ক্যামিক্যাল সামগ্রীসহ বিভিন্ন ধরনের জিনিষের গোডাউন ছিল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে না লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে আগুনের সুত্রপাতের প্রকৃত কারণ খুজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেন- লিফটের জন্য নির্ধারিত স্থানে তারা একটি ছেড়া বৈদুতিক তার পেয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।