বিশ্বনাথের মাদাই হাওর থেকে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করল প্রশাসন

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মাদাই হাওরে অভিযান চালিয়ে প্রায় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা। সোমবার দুপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাদাই হাওরে কারেন্ট দিয়ে পোনাসহ সকল প্রকারের মাছ ধরা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে হাওরে অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জসিম উদ্দিন, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, সংগঠক আসাদুল ইসলাম আতিক, কৃষক সম্রাট আহমদ, জাবের আহমদ প্রমুখ।উল্লেখ্য, গত ২০ আগস্ট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগ মাদাই হাওরে বিভিন্ন প্রজাতির প্রায় ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। তখন থেকে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরবর্তী ৫ মাস ওই হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।