নন্দিত ডেস্ক:সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও তার সহযোগি মতিউর রহমানের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের টাকা (অর্থৃবছর ২০১৮-২০১৯/১, প্রকল্প নং-১৩) আত্মসাতের অভিযোগ করেছেন স্থানীয়রা। এব্যাপারে তারা সিলেটে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিলও করেছেন।
রোববার দুপুরে জেলা প্রশাসক অভিযোগ শাখায় ২১জন ভোক্তভোগী স্বাক্ষরিত এই অভিযোগপত্র দাখিল করেন তারা। এসময় পৃথক পৃথকভাবে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও অনুরূপ অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উলে¬খ করা হয়, সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কান্দিরপথ গ্রামের আনফর আলীর ছেলে আনসার আলী মেম্বার ও তার সহযোগি দেবাইরবহর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মতিউর রহমান অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের টাকা আত্মসাত করেছে। সরকার এ প্রকল্পটি গরীব ও অসহায় লোকদের জন্য চালু করেছেন। কিন্তু না না করে তারা ব্যবসায়ী আরব আলী, রেহান উদ্দিন, রফিকুল ইসলাম, রফিক মিয়া, জাহেদ, ইসলাম উদ্দিন, সাহেদ, চাকুরীজীবী, উস্তার আলী, মুজিব, হাফিজ আব্দুল মালিক, মেম্বারের ভাই জুনেদসহ প্রায় ৫০ জনের নাম ডুকিয়ে টাকা উত্তোলন করেন। তাদের এই দুর্নীতি কর্মকান্ডের ফলে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে এবং গরীব ও দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির সম্মুখিন হচ্ছে। বিষয়টি তদš-- করলেও এর সতত্য নিশ্চিত হওয়া যাবে। আমরা অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের টাকা আত্মসাতকারী অসৎ আনসার আলী এবং তার সহযোগি মতিউরের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষন করছি।
মন্তব্য