দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বাঘরখলা মাঝপাড়ার যুক্তরাজ্য প্রবাসী নুর মিয়া সাহেবের বাড়িতে বাঘরখলা গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী শাহ সালেহবুর হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল বলেন, ‘আমার এ অর্জন সমগ্র ইউনিয়নবাসীর অর্জন। তাদের সহযোগিতা না পেলে জেলা পর্যায়ে সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্ভব ছিলনা। তাই আমি আমার এ অর্জনকে ইউনিয়নবাসীর জন্য উৎসর্গ করছি। একই সাথে আগামীতেও সব কাজে তাদের সহযোগিতাও কামনা করছি।’
ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি আব্দুল আহাদ ও ট্রেজারার শাকির আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সালেহা নূর চৌধুরী একাডেমির সভাপতি খালেকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট মুহিদ হোসেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আব্দুল হক আবু, ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আব্দুল আহাদ, হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (রহ.) মডেল মাদরাসার সভাপতি মাওলানা ফারুক আহমদ, বিবিদঈল জামে মসজিদের মোতাওয়াল্লী ইসুব আলী, এয়ারলাইন্স ক্লাব ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, লালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রওশন আহমদ, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান ফয়সল, মেম্বার জুনেদ আহমদ, বাঘরখলা গ্রামের মুরুব্বি আলাউদ্দীন, মুহিবুর রহমান, সফিক আলী, ছমির আলী, শাহ সাহাব উদ্দিন সানুর, সৈয়দ মুক্তার হোসেন, লাইটহাউজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলাম আনহার, রেইনবো ক্রিকেট ক্লাবের সভাপতি শেরওয়ান আলী, সমাজসেবী শওকত আলীসহ ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্ট ও শাহ জাকারিয়া ইসলামি যুব সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল কাদির ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল আহাদ সাহেব।
মন্তব্য