মৌলভীবাজার সরকারি কলেজে শুরু হলো সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মৌলভীবাজার সরকারি কলেজে শুরু হলো তিন দিনব্যাপি বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। রবিবার ৩ নভেম্বর সকালে কলেজে অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। ইংরেজি বিভাগের প্রধান নাজমীন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. ফজলুল আলী। বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় প্রধান দেবাশিষ দেবনাথ, অর্থনীতি বিভাগের প্রধান সৈকত আলম। সাধারণ ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জাকের আহমেদ অপু ও ফারজানা আক্তার। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপি প্রতিযোগিতা মধ্যে রয়েছে দলীয় গান, একক গান, নৃত্য, নাটিকা, বির্তক প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, কবিতা আবৃতি।