বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মরণোৎসবের মূলপর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব পর্ষদের’ আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অনুষ্ঠানের মধ্যে ছিল উদ্বোধনী সঙ্গীত, সম্মেলক আবৃত্তি, একক আবৃত্তি, দলীয় নৃত্য, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, একক সঙ্গীত প্রভৃতি। একক সঙ্গীত পরিবেশন করেন ভারতের পূবালী দেবনাথ, শুভপ্রসাদ নন্দী মজুমদার, জয়তী চক্রবর্তী ও সাহেব চট্টোপাধ্যায়। স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে রবীন্দ্রনাথ বিষয়ক আলোকচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯১৯ সালের ৫ নভেম্বর সিলেট সফরে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। গত ৫ নভেম্বর তাঁর আগমনের শতবর্ষ পূর্তি হয়েছে। এ উপলক্ষে সিলেটে চলছে নানা আয়োজন।
মন্তব্য