হবিগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচল কিশোরী:৩৩৩ নম্বরে কল

হবিগঞ্জের বাহুবলে ৩৩৩ নম্বরে কল দিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় বাল্য বিয়ে দেয়ার ব্যবস্থা করার দায়ে ওই কিশোরীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানাও করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল জানান, ওই গ্রামের জুলহাস মিয়ার মেয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া সীমা আক্তারের (১৩) বিয়ের ব্যবস্থা করা হচ্ছিল। বিষয়টি জানতে পরে একই গ্রামের পারভেজ হোসাইন নামের এক ব্যক্তি ৩৩৩ নম্বরে কল দিয়ে প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা হকের নির্দেশক্রমে বৃষ্টি উপেক্ষা করে অভিযান চালান তিনি। এ সময় কিশোরী কন্যাকে বিয়ের দেয়ার ব্যবস্থা করার সত্যতা পাওয়ায় তার পিতা জুলহাস মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং এমন ঘটনা যেন আর কখনো কেউ না ঘটান সে বিষয়ে সংশ্লিষ্ট এলাকার লোকজনদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান, মেয়ের পিতা-মাতা উভয়ই মুচলেকাতে স্বাক্ষর করেন এবং জানান, তারা বুঝতে পেরেছেন যে তাদের এমন কাজ করা উচিত হয়নি। অভিযানে সহযোগিতা করে বাহুবল থানার একদল পুলিশ।