মঞ্চ থেকে উঠে এসে...

মঞ্চ থেকে উঠে এসে টিভি নাটকে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন নুসরাত লিয়া। এক দশক ধরে তিনি মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করছেন। জেনিসিস থিয়েটারের হয়ে এ অভিনেত্রী ‘একজন আমেনা’তে নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। এই দলের হয়ে ‘দামাল ছেলে নজরুল’, ‘খুকী ও কাঠবিড়ালী’, ‘কুসুম কলি’সহ আরো কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তারও আগে খুব ছোট্ট বেলায় চ্যানেল আইতে প্রচারিত ‘ইচ্ছে পূরণ’ নামের একটি নাটকে অভিনয় করেন। ২০১০ সালে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘নেকলেস’ নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে সৈয়দ শাকিলের ‘মন বাড়ি’, সোহেল আরমানের ‘হৃদয় আছে যার’, ফিরোজ আহমেদের ‘সেরা ঘর জামাই’, সৈম নজরুলের ‘সৈমন্তিক’, ফজলুল হকের ‘ভালোবাসার বিষবৃক্ষ’, আদিবাসী মিজানের ‘উল্টো দেশে উল্টো বেশে’, সজীব মাহমুদের ‘তুমি যে আমার কবিতা’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন লিয়া। একজন একক নায়িকা হিসেবে তার উপর নির্ভরতা বাড়তে থাকে নির্মাতাদের। দর্শকের কাছ থেকেও অভিনয়ের প্রশংসায় সিক্ত হন তিনি। বর্তমানে তার অভিনীত হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘চাপাবাজ’ বৈশাখী টিভিতে, ফয়সাল পরিচালিত ‘আস্তা পাগল’ এশিয়ান টিভিতে, ফিরোজ আহমেদ পরিচালিত ‘রিফুজি গ্রাম’ বিজয় টিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। তারিকুল ইসলামের নির্দেশনায় নুসরাত লিয়া সর্বশেষ একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।