প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে সিলেটের মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) নগরীর চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রশাসনিক কর্মকর্তাসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ প্রমুখ।
মন্তব্য